ধর্ষিতার হাতে টাকা দিয়ে মাতবররা বলল ‘চুপ’

ধর্ষিতার হাতে টাকা দিয়ে মাতবররা বলল ‘চুপ’

নাসিম উদ্দীন নাসিম, নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে সদ্য বিধবা ও নিঃসন্তান এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মোখলেছুর রহমানকে (৩৪) রোববার দুপুরে আটক করেছে পুলিশ।

অভিযুক্ত মোখলেছুর উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের রাজাউল্লাহ’র ছেলে।

স্থানীয়রা জানায়, গত মাসে স্বামী মারা যায় ওই নারীর।

কোনো সন্তান না থাকায় তিনি বাড়িতে একাই থাকতেন। গত ১৮ডিসেম্বর রাত ১০টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে মোখলেছুর রহমান সহ আরো দুই সহযোগী ওই নারীর ঘরে ঢোকে। প্রকৃতির ডাক সেরে ঘরে ঢুকলে মোখলেছুর সহ সহযোগীরা ওই নারীকে ধর্ষণ করে।

এ সময় বিধবার কান্নাকাটি শুনে প্রতিবেশীরা ছুটে আসে ও মোখলেসুরকে আটক করে।

তবে সহযোগী দুইজন পালিয়ে
যায়।

পরে রাত ১টার দিকে স্থানীয় গ্রাম প্রধানেরা মাত্র দুই হাজার টাকা ধর্ষিতার হাতে তুলে দিয়ে এ বিষয়ে চুপ থাকতে বলেন।

পরে আবারও ধর্ষণের শিকার হতে পারেন এ ভয়ে ওই বিধবা নারী বাবার বাড়ি পালিয়ে যায় বলে জানান প্রতিবেশীরা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মমিন বলেন, বিষয়টি আমার জানা ছিল না। তিনি অভিযুক্তদের শাস্তি দাবি করেন।

বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন আলী জানান, এ ঘটনায় অভিযুক্ত মোখলেছুরকে আটক করা হয়েছে। সহযোগী অন্য দুইজনকে আটকের চেষ্টা চলছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর