নুরের ওপর হামলা: গ্রেপ্তার আরও ১

অনলাইন ডেস্ক

ডাকসুর ভিপি নুরুল হক নুর ও তার সঙ্গীদের ওপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের মেহেদী হাসান শান্ত নামে আরেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি আবুল হাসান।

মেহেদী হাসান শান্ত মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের দপ্তর সম্পাদক বলে জানিয়েছেন ওসি আবুল হাসান।

তিন জানান, ডাকসু ভিপি নুরের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার দুজন এবং আজ একজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের আদালতে পাঠানো হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাবি শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ হামলার ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা হয়েছে।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে মামলা হয়। ভুক্তভোগীরা ২৪ ঘণ্টার মধ্যে না আসায় পুলিশই মামলা দায়ের করেছে। মামলায় আটজনের নাম উল্লেখসহ ৪৩ জনকে আসামি করা হয়েছে।
মামলায় এখন পর্যন্ত তিন আসামি গ্রেপ্তার হয়েছে।

প্রসঙ্গত, রোববার দুপুর পৌনে ১ টার দিকে ‘ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে’ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে নুরের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এছাড়া বাইরে থেকেও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা ইট-পাটকেল ছুড়েছেন। এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর