দোলার একক সংগীতানুষ্ঠানে মুগ্ধ দর্শক

দোলার একক সংগীতানুষ্ঠানে মুগ্ধ দর্শক

রিপন হোসেন, যশোর প্রতিনিধি

যশোরে অনুষ্ঠিত হয়েছে দেবলীনা সুর দোলা’র একক সংগীতানুষ্ঠান। জেলা পরিষদ মিলনায়তে (বিডি হল) এ অনুষ্ঠানের আয়োজন করে চাঁদের হাট। শুক্রবার সন্ধায় সুরের ভেলায় ভেসে মন ভরে উঠে।

news24bd.tv

বাঙালি সংস্কৃতির প্রাণের উৎসব নবান্ন শেষ হলেও তার রেশ রয়েছে এখনও।

উৎসব যেমনই হোক, বাঙালি আর বাংলা সংস্কৃতিতে গানই যেন প্রাণ। গানের সুরে বাঙালি জেগে ওঠে।

news24bd.tv

গানের লয়ে দোলা জাগে অন্তরের মর্মমূলে। প্রিয়তমা গান আমাদের ঘুম পাড়িয়ে দেয়।

আবার ঘুম থেকে জাগিয়ে তোলে। প্রতিবাদেও অস্ত্র হয়ে ওঠে। অঙ্গীকারের প্রেরণা হয়ে মুক্তির পথ দেখায়।

news24bd.tv

সেই গান, সেই প্রাণের অনবদ্য ঝংকারে মুখর হয় আরও একটি পৌষ সন্ধা। গানের সুর-তাল-লয়ের অনুপম স্বপ্নিল জগতে ভাসান চাঁদেও হাটের বন্ধু দেবলীনা সুর দোলা।

news24bd.tv

এর আগে সংক্ষিপ্ত স্মৃতিচারণ আলোচনা করেন চাঁদের হাটের সভাপতি ফারাজী আহম্মেদ সাঈদ বুলবুল, দোলার মা শ্রাবণী সুর, বাবা বিশ্বনাথ সুর প্রমুখ।

news24bd.tv

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)