ঢাকা সিটিতে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী যারা

মনোনিত প্রার্থীদের নাম ঘোষণা করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

ঢাকা সিটিতে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী যারা

অনলাইন ডেস্ক

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও প্রত্যেক ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। রোববার (২৯ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে যারা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন: ১- মাহবুবুল আলম; ২- আনিসুর রহমান; ৩ -মাকসুদ হোসেন; ৪-জাহাঙ্গীর হোসেন; ৫-আশরাফুজ্জামান তাজ;  ৬-সিরাজুল ইসলাম বাপ্পি; ৭-আব্দুল বাসিত খান; ৮-ইসমাইল; ৯-মোজাম্মেল হক; ১০-মারুফ আহমেদ মনসুর; ১১-হামিদুল হক সাথি; ১২-মামুনুর রশিদ শুভ্র; ১৩-এনামুল হক; ১৪-ইলিয়াসুর রহমান;  ১৫-রফিকুল ইসলাম বাবলা;  ১৬-নজরুল ইসলাম; ১৭-মাহবুবুর রহমান; ১৮-ফেরদৌস আলম; ১৯-আবুল বাশার; ২০-শরিফ উদ্দিন রতন; ২১-আসাদুজ্জামান; ২২-জিন্নাত আলী; ২৩-মকবুল হোসেন; ২৪-মোকাদ্দেস হোসেন জাহিদ; ২৫-আনোয়ার ইকবাল; ২৬-হাসিবুর রহমান মানিক; ২৭-ওমর বিন আব্দুল আজিজ; ২৮-মোহাম্মদ সালেহী; ২৯-জাহাঙ্গীর আলম বাবুল; ৩০-মোহাম্মদ হাসান; ৩১-শেখ মোহাম্মদ আলমগীর; ৩২-আব্দুল মান্নান; ৩৩- ইলিয়াস রশিদ; ৩৪-মীর সমির; ৩৫-আবু সাইদ; ৩৬-রঞ্জন বিশ্বাস;  ৩৭-আব্দুর রহমান নিয়াজী; ৩৮-আহম্মেদ ইমতিয়াজ মান্নাফি; ৩৯-রোকন উদ্দিন আহম্মেদ; ৪০-আবুল কালাম আজাদ; ৪১-সারোয়ার হাসান আলো; ৪২-মোহাম্মদ সেলিম; ৪৩-আলিফ হোসেন; ৪৪-নিজাম উদ্দিন; ৪৫-হেলেনা আক্তার; ৪৬-শহিদুল্লাহ; ৪৭-নাসির আহমেদ ভূঁইয়া; ৪৮-মোহাম্মদ আবুল কালাম; ৪৯-আবুল কালাম আজাদ; ৫০-মাসুম মোল্লা; ৫১-কাজী আরিফুর রহমান; ৫২- মোহাম্মদ নাসিম মিয়া; ৫৩-নূর হোসেন; ৫৪-মোহাম্মদ মাসুদ; ৫৫-নূরে আলম; ৫৬-মোহাম্মদ হোসেন; ৫৭-মোহাম্মদ সাইফুল ইসলাম; ৫৮- শফিকুর রহমান; ৫৯- আকাশ কুমার ভৌমিক; ৬০-লুতফুর রহমান রতন; ৬১-শাহে আলম; ৬২-মুস্তাক আহমেদ; ৬৩-শফিউল ইসলাম খান; ৬৪-মাসুদূর রহমান মোল্লা;  ৬৫-শামসুদ্দিন ভূঁইয়া; ৬৬-আরিফ তালুকদার; ৬৭-ফিরোজ আলম; ৬৮-মাহমুদুর হাসান; ৬৯-হাবিবুর রহমান হাসু; ৭০-আতিকুর রহমান; ৭১-খায়েরুজ্জামান; ৭২-শফিউল ইসলাম শামিম; ৭৩-শফিকুল ইসলাম; ৭৪-মোহাম্মদ ফজর আলী; ৭৫-সৈয়দ মোহাম্মদ তোফাজ্জল হোসেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে যারা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন: ১-মো. আফছার উদ্দিন খান; ২-আলহাজ্ব কদম আলী মাদবর; ৩-মোহাম্মদ জিন্নাদ আলী মাদবর;  ৪- মোহাম্মদ  জামাল মোস্তফা; ৫-আব্দুর রউফ নান্নু;  ৬-সালাহউদ্দিন রবিন;  ৭-তোফাজ্জল হোসেন; ৮-আবুল কাসেম মোল্লা; ৯-মুজিব সারোয়ার মাসুম; ১০-আবু তাহের; ১১-দেওয়ান আবুল মান্নান; ১২-মুরাদ হোসেন; ১৩-হারুনুর রশিদ; ১৪-মোহাম্মদ মইজউদ্দিন; ১৫-সালেক মোল্লা; ১৬-মতিউর রহমান; ১৭-ইসহাক মিয়া; ১৮-জাকির হোসেন; ১৯-মফিজুর রহমান; ২০-জাহিদুর রহমান; ২১- মাসুম গনি; ২২- লিয়াকত আলী; ২৩- সাখাওয়াত হোসেন; ২৪- মোহাম্মদ সফিউল্লা; ২৫- আব্দুলাহ আল মঞ্জুর;  ২৬- শামিম হোসেন; ২৭- ফরিদুর রহমান খান; ২৮- ফোরকান হোসেন; ২৯ নুরুল ইসলাম রতন; ৩০- আবুল হাসেম হাসু; ৩১- আলেয়া সারোয়ার ডেইজি; ৩২- সৈয়দ হাসান নুর ইসলাম; ৩৩- আসিফ আহমেদ; ৩৪-শেখ মোহাম্মদ হোসেন; ৩৫-মোক্তার সরদার; ৩৬-তৈমুর রেজা খোকন; ৩৭-জাহাঙ্গীর আলম; ৩৮ শেখ সেলিম; ৩৯ শফিকুল ইসলাম; ৪০-নজরুল ইসলাম ঢালি; ৪১-আব্দুল মতিন; ৪২-মোহাম্মদ জাহাঙ্গীর আলম; ৪৩-শরিফুল ইসলাম ভূঁইয়া; ৪৪-মোহাম্মদ শফিকুল (শফিক); ৪৫-জয়নাল আবেদিন; ৪৬-সাইদুর রহমান সরকার; ৪৭-মোতালেব মিয়া;  ৪৮-একেএম মাসুদুজ্জামান; ৪৯-শফিউদ্দিন মোল্লা; ৫০-বি এম শামিম; ৫১-শরীফুর রহমান; ৫২-ফরিদ আহমেদ; ৫৩ মোহাম্মদ নাসির উদ্দিন; ৫৪ জাহাঙ্গীর হোসেন।

এর আগে বুধবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ।

সম্পর্কিত খবর