ফের বাড়ল সোনার দাম

ফের বাড়ল সোনার দাম

অনলাইন ডেস্ক

ভালো মানের সোনার ভরির দাম ৬০ হাজার টাকা ছাড়িয়ে যাবে আজ রোববার থেকে। ১ হাজার ১৬৬ টাকা বেড়ে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম এখন ৬০ হাজার ৩৬১ টাকা।

শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার মূল্যবৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজার ও দেশের বুলিয়ন মার্কেটে সোনার দাম বেড়েছে।

তাই সার্বিক অবস্থা বিবেচনা করে দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১৯ ডিসেম্বর সর্বশেষ প্রতি ভরি সোনার দর ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়েছিল জুয়েলার্স সমিতি।

এতে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ৫৯ হাজার ১৯৫ টাকা। তখন বিশ্ববাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দর ছিল ১ হাজার ৪৭২ মার্কিন ডলার।

এরপর দাম বাড়তে বাড়তে গত শুক্রবার দাম উঠেছিল ১ হাজার ৫২৪ ডলার।

এখন থেকে ২২ ক্যারেট সোনা ৬০ হাজার ৩৬১ টাকা, ২১ ক্যারেট ৫৮ হাজার ২৮ টাকা, ১৮ ক্যারেট ৫৩ হাজার ১৩ টাকা।

সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ৪০ হাজার ২৪১ টাকায়। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে, বিক্রি হবে ভরিপ্রতি ৯৩৩ টাকায়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর