ইরানের চেয়েও ইরাককে বড় নিষেধাজ্ঞার হুমকি

ইরানের চেয়েও ইরাককে বড় নিষেধাজ্ঞার হুমকি

অনলাইন ডেস্ক

ইরাক থেকে মার্কিন সেনা হটাতে মত দেন দেশটির পার্লামেন্ট সদস্যরা। খসড়া বিলে ১৭০ সাংসদ সইও করেন। পরে রোববার ইরাকের পার্লামেন্টে আইনপ্রণেতাদের জরুরি বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবটি পাস হয়।

এদিকে মার্কিন সেনা বহিষ্কারের প্রস্তাব পাস হওয়ায় ইরাকের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বলেছেন, সেনা প্রত্যাহার কার্যকর করা হলে এমন অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো হবে যা ইরানের নিষেধাজ্ঞাকেও ম্লান করে দেবে।

রোববার সন্ধ্যায় ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ডিসি যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প এ হুমকি দেন।

রয়টার্স জানিয়েছে- মার্কিন প্রেসিডেন্ট বলেন, বছরের পর বছর ধরে মার্কিন প্রশাসন ইরাকে সামরিক খাতে বিপুল বিনিয়োগ করেছে। ইরাক সেই অর্থ ফেরত না দিলে যুক্তরাষ্ট্র চলে যেতে প্রস্তুত নয়।

মার্কিন সৈন্য প্রত্যাহার করতে হলে ওয়াশিংটন ইরাকের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপাবে বলেও হুমকি দেন ট্রাম্প। সেই নিষেধাজ্ঞার মাত্রা ইরানের উপর নিষেধাজ্ঞার মাত্রাকেও ম্লান করে দেবে বলেও জানান তিনি।

ইরানের আল-কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকি মিলিশিয়া বাহিনী হাশদ আস সাবির কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিস হত্যাকাণ্ডের ঘটনায় দেশটি থেকে মার্কিন সেনা বহিষ্কারের প্রস্তাব পাস হয়েছে।

রোববার ইরাকের পার্লামেন্টে আইনপ্রণেতাদের জরুরি বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবটি পাস হয় বলে আনাদলু এজেন্সি জানিয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর