বিধ্বংসী বুলবুলে ক্ষতিগ্রস্তদের বাড়ি করে দেবে মমতার সরকার

বিধ্বংসী বুলবুলে ক্ষতিগ্রস্তদের বাড়ি করে দেবে মমতার সরকার

অনলাইন ডেস্ক

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশাসনিক বৈঠকে উপস্থিত হয়ে বলেছেন, বুলবুল ঝড়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে দক্ষিণ চব্বিশ পরগনা। সে কারণে বিধ্বংসী বুলবুলে ক্ষতিগ্রস্তদের তার সরকারের আবাস প্রকল্পে বাড়ি তৈরি করে দেওয়া হবে। মমতা আরও বলেছেন, আগামী ১১ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত যেসব পুণ্যার্থী গঙ্গাসাগর যাবেন, তাদের প্রত্যেককে পাঁচ লাখ টাকার বীমা করে দেবে রাজ্য সরকার।

জানা যায়, ১৫ জানুয়ারি সকাল থেকে শুরু হবে মকর সংক্রান্তির স্নানের যোগ।

মেলা শুরু হওয়ার আগে গত সোমবার গঙ্গাসাগরে যান মমতা। মুখ্যমন্ত্রী জানান, গঙ্গাসাগরে অনেক উন্নয়ন হয়েছে। অনেক থাকার জায়গা হয়েছে, তৈরি হয়েছে আশ্রমও।

ভারতের জওহরলাল নেহরু ইউনিভার্সিটির (জেএনইউ) বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে মমতা বলেন, 'আজ দীনেশ ত্রিবেদীর নেতৃত্বে আমরা একটি দল পাঠিয়েছিলাম।

কিন্তু সেখানে সেই দলকে ঢুকতেই দেওয়া হয়নি। আমরা সবসময় ছাত্রদের পাশে আছি। শিক্ষার্থীদের সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। '

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ