‌‘আমি থাকলে ইরানের ক্ষমতা নেই পরমাণু হামলার’

‌‘আমি থাকলে ইরানের ক্ষমতা নেই পরমাণু হামলার’

অনলাইন ডেস্ক

ইরাকে থাকা মার্কিন দু'টি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় অন্তত ৮০ জন নিহত এবং দুই শতাধিক সেনা আহত হয়েছেন। এ ঘটনার পর নিজেদের ৮০ সেনা ও ২০০ আহত হওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছেন ট্রাম্প। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি প্রেসিডেন্ট থাকলে ইরানের পরমাণু যুদ্ধ করার ক্ষমতা নেই।  

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে।

ইরাকে থাকা মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ট্রাম্পের নেতৃত্ব এবং নীতি নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠছে। এ ধরনের পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প।

ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর থেকে তার দেশ এবং ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কেবল খারাপই হয়েছে।  
গত শুক্রবার মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানির মৃত্যুর পর সম্পর্ক ভয়াবহ রূপ নেয়।

ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

এর ক'দিন পরে আজ বুধবার (৮ জানুয়ারি) ইরাকে দুটি মার্কিন সেনাঘাঁটিতে ২২টি মিসাইল হামলা চালায় ইরান। এতে ৮০ 
মার্কিন সেনা নিহত ও ২০০ জন আহত হয়। এদিকে এ হামলার পাল্টা হামলা হলে- পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর