ঔষধ তৈরির বাহানায় নদীর জীবিত ডলফিন নিয়ে গেল কবিরাজ

ঔষধ তৈরির বাহানায় নদীর জীবিত ডলফিন নিয়ে গেল কবিরাজ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে গত বুধবার সন্ধ্যা সাতটায় নান্দিয়া সাঙ্গুন গ্রামের সুতিয়া নদী থেকে ধরা পড়ে একটি ডলফিন। স্থানীয়দের দেওয়া তথ্যমতে জানা যায়, ডলফিনকে ঔষধ বানানের কথা বলে জনৈক কবিরাজের নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।  

এক জেলে জাল দিয়ে মাছ ধরার সময় আকস্মিকভাবে এ ডলফিনটি ধরা পড়ে। পরে সেটিকে নদীর পাড়ে নিয়ে আসেন ঐ জেলে।

 

ডলফিনটি জীবিত থাকা অবস্থায় উৎসুক জনতা এটিকে নদীতে ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও খবর পেয়ে নদীর অপর পাশে ময়মনসিংহ জেলার পাগলা থানার নিগুয়ারী গ্রামের মোবারক হোসেন নামের এক কবিরাজ ঘটনাস্থলে আসেন।  

তিনি জেলের কাছ থেকে ডলফিনটিকে জীবিত অবস্থায় ঔষধ বানানোর কথা বলে নিয়ে যান। জালে আটকা পড়া ডলফিনটির দৈর্ঘ্য আনুমানিক সোয়া তিন ফুটের বেশি হবে।

উপজেলা মৎস সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আশরাফুল্লাহ জানান, জেলেদের জালে ধরা পড়ায় এ প্রাণীগুলো বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে।

এতে পরিবেশের ভারসাম্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও জানান তিনি।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ