সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ ‌‘ফেলে গেল’ যাত্রী

সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ ‌‘ফেলে গেল’ যাত্রী

অনলাইন ডেস্ক

দুবাই থেকে একটি ফ্লাইটের যাত্রীর ফেলে যাওয়া ৬ কেজি ৮৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা। যার বাজার মূল্য প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা।

রোববার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে করে আসেই ওই যাত্রী।

সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনারের নির্দেশনা অনুযায়ী দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটির যাত্রীদের ওপর নজরদারি বাড়ানো হয়।

এ সময় এয়ারক্রাফট গেটের কাছে বোর্ডিং ব্রিজে স্বর্ণগুলো পাওয়া যায়।

বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের ডেপুটি কমিশনার রিয়াদুল ইসলাম জানান, উদ্ধার করা স্বর্ণের বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার স্বর্ণের বাজার মূল্য প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর