গণধর্ষণের পর তরুণীর ‘আপত্তিকর ছবি তুলল ‌‌ধর্ষক’

গণধর্ষণের পর তরুণীর ‘আপত্তিকর ছবি তুলল ‌‌ধর্ষক’

অনলাইন ডেস্ক

সাভার আশুলিয়ায় দক্ষিণ গাজীরচট এলাকায় একটি বিউটি পার্লারের এক নারী শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। এছাড়াও ইন্টারনেটে আপত্তিকর ছবি ছড়ানোর হুমকীও দেওয়া হয় তরুণীকে।

এ ঘটনায় ওই নারী বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।

ওই নারীর বরাতে পুলিশ জানায়, অভাবের তাড়নায় আশুলিয়া এসে একটি পার্লারে হেলপার হিসেবে চাকরি নেয়।

চাকরির প্রথমদিনে হারুন নামে একজনের সঙ্গে পরিচয় হয়।

হারুণ জানায়, ভালোভাবে চাকরি করতে হলে এবং শিখতে হলে তার বন্ধুদের মন জুগিয়ে চলতে হবে। পরে হারুন একটি মোবাইল নাম্বার দিয়ে জরুরি কথা বলতে বলেন ওই নারীকে।

এদিকে, রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে কয়েক জন তাকে তুলে নিয়ে দক্ষিণ গাজীরচট এলাকার একটি খোলা মাঠে নিয়ে গণধর্ষণ করে।

এ সময় তাকে ভয় দেখিয়ে বিভিন্ন আপত্তিকর ছবি তোলে হারুন ও তার বন্ধুরা। এ ঘটনা কাউকে জানালে এসব ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু বলেন, ধর্ষিতা নারী শ্রমিক আশুলিয়া থানায় এসে হারুনসহ চারজনের বিরুদ্ধে ধর্ষণের একটি লিখিত অভিযোগ দিয়েছেন। গণধর্ষণের বিষয়টির সাভার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিবি পুলিশের পরিদর্শক আবুল বাশার বলেন, এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি। তবে অভিযান চলছে।

ধর্ষিতার শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসি সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে বলে জানান তিনি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর