এলোপাতাড়ি গুলি ও মর্টার শেলে ভারতীয় সেনা নিহত

এলোপাতাড়ি গুলি ও মর্টার শেলে ভারতীয় সেনা নিহত

অনলাইন ডেস্ক

কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনা চলছেই। এর মাঝেই কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের সেনাবাহিনীর গুলি ও মর্টার শেলে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার দেগওয়ার সেক্টরে এ ঘটনা ঘটে।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়- যুদ্ধবিরতি লঙ্ঘন করে শনিবার বিকেলে নিয়ন্ত্রণরেখায় বিনা প্ররোচনায় গুলি চালাতে শুরু করে পাকিস্তানের সেনারা। এ সময় ছোট আগ্নেয়াস্ত্র থেকে এলোপাতাড়ি গুলি চালানোর পাশাপাশি মর্টার শেলও ছোঁড়া হয়।  

পাকিস্তানের আক্রমণে মোট চারজন জওয়ান আহত হন। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক সেনা সদস্যের মৃত্যু হয়।

নিহত সেনা সদস্য ফরওয়ার্ড পোস্টে মোতায়েন ছিলেন।

এদিকে, এই আক্রমণের যোগ্য জবাব দেওয়া হয়েছে বলে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।  

শেষ খবর পাওয়া পর্যন্ত নিয়ন্ত্রণরেখায় ভারত ও পাকিস্তানের মধ্যে গোলাগুলি চলছিল বলে খবরে বলা হয়।

একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানি সেনারা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য বেসামরিক এলাকা ও ফরওয়ার্ড পোস্টের পাশের এলাকাগুলোকে টার্গেট করেছেন। তবে বেসামরিক নাগরিকের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও ওই কর্মকর্তা জানিয়েছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর