ভারতের মর্টার হামলার জবাবে পাকিস্তানের গুলিতে নিহত ১

ভারতের মর্টার হামলার জবাবে পাকিস্তানের গুলিতে নিহত ১

অনলাইন ডেস্ক

ভারতীয় বাহিনীর ছোড়া মর্টার হামলার জবাবে পাকিস্তানের হামলায় ভারতীয় সেনা নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। এর আগে ভারতের মর্টারশেলের হামালায় দুই শিশু ও নারীসহ ১০ নাগরিক আহত হয়। খবর ডন ও জিয়ো নিউজ উর্দূর।

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সংঘর্ষ বিরতি নীতি লঙ্ঘন করে গত ২৪ ঘন্টায় জান্দরুট ও নাকয়াল সেক্টরে কয়েকবার ভারতীয় বাহিনী আত্রমণ চালিয়েছে।

আইএসপিআরের দাবি মতে, আজাদ কাশ্মীরের কোটলি জেলার কয়েকটি বসতি লক্ষ্য করেও হামলা করা হয়েছে।

এর আগে শনিবার জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার দেগওয়ার সেক্টরে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তান সেনাবাহিনীর হামলায় এক ভারতীয় সেনা নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন।

গত ৫ আগস্ট ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর প্রতিবেশী এ দুই পারমাণবিক অস্ত্রধারী দেশের মাঝে ব্যাপক উত্তেজনা চলছে।

এরপর থেকে দু’দেশের মধ্যে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটেছে।

কিন্তু চলতি সপ্তাহে ভারতে মুসলিমবিদ্বেষী সংশোধিত নাগরিকত্ব আইন পাস হওয়ার পর ব্যাপক বিক্ষোভ চলছে।

নাগরিকত্ব সংশোধনী বিল ভারতের পার্লামেন্টে পাস হওয়ার পর থেকে ক্ষোভে ফুঁসছেন মুসলমানরা। মুসলিম শিক্ষার্থীরা এই বিল বাতিলের দাবিতে বিক্ষোভ করছেন। বিক্ষোভ পশ্চিমবঙ্গ ছাড়িয়ে উত্তরপ্রদেশেও ছড়িয়ে পড়েছে।

(নিউজ টোয়েন্টিফের/তৌহিদ)

সম্পর্কিত খবর