করোনা দ্রুত ছড়াচ্ছে দ. কোরিয়া, ইতালি ও ইরানে

করোনা দ্রুত ছড়াচ্ছে দ. কোরিয়া, ইতালি ও ইরানে

অনলাইন ডেস্ক

চীনে সৃষ্ট করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬১৯ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত ৭৯ হাজারেরও বেশি মানুষ। বর্তমানে ভাইরাসটি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে দক্ষিণ কোরিয়া, ইতালি ও ইরানে।

ইরানের পবিত্র শহর হিসেবে পরিচিত কোমে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে।

দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ইরানিয়ান লেবার নিউজ এজেন্সির (ইলনা) বরাতে মার্কিন সংবাদ সংস্থা এপি ও দৈনিক ওয়াশিংটন পোস্ট এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরায় এ খবর জানানো হয়েছে।

তবে দেশটির রাষ্ট্রায়ত্ত টিভির প্রতিবেদন অনুযায়ী, কয়েক ঘণ্টা আগে দেশটির সরকারি কর্মকর্তারা জানান, করোনা সংক্রমিত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৪৭ জন।

এদিকে দক্ষিণ কোরিয়ায় ভাইরাসটিতে প্রাণ হারিয়েছেন সাতজন।

আক্রান্ত হয়েছেন ৭৬৩ জন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কর্তৃপক্ষকে শক্তিশালী পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন।

আর ইতালিতে আক্রান্তের সংখ্যা তিনজন থেকে বেড়ে ১৫২ জনে দাঁড়িয়েছে। প্রাণ হারিয়েছেন তিনজন।

এছাড়া, মধ্যপ্রাচ্যের দেশ লেবানন ও ইসরাইলেও একজন করে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে।

উত্তর কোরিয়ায় ৩৮০ জন বিদেশিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তবে, করোনা ভাইরাসে আক্রান্ত কাউকে শনাক্ত করা হয়নি বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর