ইতালিতে এক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত

ফাইল ছবি

ইতালিতে এক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত

অনলাইন ডেস্ক

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর জানিয়েছে, ইতালিতে বাংলাদেশি এক নাগরিক নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ বুধবার (৪ মার্চ) ইনস্টিটিউটের নিয়মিত ব্রিফিংয়ে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

অধ্যাপক ফ্লোরা বলেন, ইতালিতে একজন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি অসুস্থ, কিন্তু মাইল্ড অসুস্থ।

বাসায় রেখেই তার চিকিৎসা করা হচ্ছে।

এর আগে সিঙ্গাপুরে পাঁচ প্রবাসী বাংলাদেশি এবং সংযুক্ত আরব আমিরাতে একজন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হন। তাদের মধ্যে সিঙ্গাপুরে চিকিৎসা নেয়া দুজন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন।

অধ্যাপক ফ্লোরা জানান, নভেল করোনা ভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশের বিমানবন্দরে ইরান, ইতালি, জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের ‘অন অ্যারাইভাল’ ভিসা সুবিধা আপাতত স্থগিত রাখা হয়েছে।

তবে কেউ আসতে চাইলে তাদের আগেই নিয়ম মাফিক ভিসার আবেদন করতে হবে।

তিনি বলেন, আমাদের দূতাবাস থেকে তাদের ভিসা নিয়ে আসতে হবে। ভিসা নেয়ার সময় তাদের যে করোনা ভাইরাস নেই বা কোয়ারেন্টিন পার করেছেন- এমন সার্টিফিকেট দাখিল করতে হবে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল