ইতালিতে করোনা ভাইরাসে ৩৬৬ জনের মৃত্যু

ইতালিতে করোনা ভাইরাসে ৩৬৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

চীনের সীমানা ছাড়িয়ে প্রাণঘাতী করোনা ভাইরাস এখন বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। তবে চীনের বাইরে এই ভাইরাস সবচেয়ে ভয়াবহ থাবা বসিয়েছে ইউরোপের দেশ ইতালিতে। গত ২৪ ঘণ্টায় ইতালিতে মৃত্যু হয়েছে ১৩৩ জনের।

এদিকে এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৩৭৫ এবং মৃত্যুর সংখ্যা ৩৬৬ জন।

রোববার সন্ধ্যায় দেশটির নাগরিক সুরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।  

এদিকে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৬২২ জন। বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের ধারণা, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়বে।

এমন পরিস্থিতিতে ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে দেশটির লোম্বার্ডিসহ ১৫টি প্রদেশের জনগণকে কোয়ারেন্টাইনে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল