ফ্রান্সে মসজিদের মুসল্লিদের ওপর এলোপাতাড়ি গুলি

ফ্রান্সে মসজিদের মুসল্লিদের ওপর এলোপাতাড়ি গুলি

অনলাইন ডেস্ক

ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘রু দে তাংগের’ এলাকার ওই মসজিদের মুসল্লিদের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়েছে এক বন্দুকধারী। এতে একজন মুসল্লি আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ছয়টি গুলি উদ্ধার করেছে পুলিশ।

হামলাকারী বন্দুকধারী পালিয়ে গেছে বলে ফ্রান্সের গণমাধ্যম জানিয়েছে।

ফ্রান্সে গত কয়েক মাসে এ নিয়ে কয়েকটি মসজিদে হামলার ঘটনা ঘটল।

ফ্রান্সের মুসলিম জনগোষ্ঠী এ পর্যন্ত বহুবার মসজিদসহ অন্যান্য ধর্মীয় স্থাপনায় ইসলাম-বিদ্বেষী  হামলার ব্যাপারে তাদের উদ্বেগের কথা ঘোষণা করেছেন। তারা সরকারের কাছে মসজিদ ও অন্যান্য ইসলামি কেন্দ্রের নিরাপত্তা চেয়ে আবেদনও জানিয়েছেন।        

উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ ফ্রান্সে ভয়াবহ হামলা চালানোর পর থেকে দেশটিতে ইসলাম-বিদ্বেষী তৎপরতা বেড়ে গেছে।

এর ফলে দেশটির মুসলমানরা চাপের মুখে রয়েছেন।   

পশ্চিমা বিভিন্ন সরকারি কর্মকর্তা ও বিশেষজ্ঞ ইউরোপের বিভিন্ন দেশে সাম্প্রতিক সহিংসতার পেছনে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের প্রতি এসব দেশের সমর্থনকে দায়ী করে স্বীকারোক্তি দিয়েছেন। ইরাক ও সিরিয়া থেকে দায়েশ নির্মূল হওয়ার পর ইউরোপীয় দেশগুলো থেকে ওই গোষ্ঠীতে যোগ দেয়া জঙ্গিরা এখন নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছে।

বিষয়টি পশ্চিমা দেশগুলোর জন্য বড় রকমের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর