রূপনগর বস্তির আগুন নিয়ন্ত্রণে, কয়েকশ’ ঘর পুড়ে ছাই

রূপনগর বস্তির আগুন নিয়ন্ত্রণে, কয়েকশ’ ঘর পুড়ে ছাই

অনলাইন ডেস্ক

রাজধানীর মিরপুরের রূপনগর থানা এলাকায় শিয়ালবাড়ী বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট প্রায় তিনঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কয়েকশ’ কাঁচা ঘর পুড়ে গেছে।

আজ (বুধবার) সকাল ৯টা ৪৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

মুহূর্তের মধ্যেই তা আশেপাশে ছড়িয়ে পড়ে।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সকালে অগ্নিকাণ্ডের ঘটনার সময় অনেকেই বস্তিতে ছিলেন না। কর্মস্থলে যাওয়ার জন্য বেরিয়ে গেছেন। আর যারা ছিলেন তারা আগুনের সংবাদ পেয়ে দ্রুত রাস্তায় গিয়ে দাঁড়ান।

এখন পর্যন্ত এ ঘটনায় নিহত-আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গত ১৬ আগস্ট সন্ধ্যায় মিরপুর ৭ নম্বরে রূপনগর থানার কাছে চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ডের ফলে বস্তির দুই হাজারের বেশি ঘরের প্রায় সবকটিই পুড়ে যায়। কিছুদিন পর নতুন করে অস্থায়ী ঘর বানিয়ে স্থানীয় প্রভাবশালীরা আবারো বস্তি বসিয়ে গরীব ও নিম্ন আয়ের মানুষদের কাছে ভাড়া দেয়। এর পরে এবছরের গোড়ার দিকে চলন্তিকা বস্তিতে আবারো একদফা আগুন লাগে। তাতে সামান্য কয়ক্ষতি হয়।

এ ছাড়া গতবছরের শেষ দিকে মিরপুরের দুয়ারীপাড়া ও কালসি বস্তিতেও আগুনের ঘটনা ঘটে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর