জার্মানির ৭০ শতাংশ লোক করোনায় আক্রান্ত হতে পারেন

জার্মানির ৭০ শতাংশ লোক করোনায় আক্রান্ত হতে পারেন

অনলাইন ডেস্ক

ইউরোপের শীর্ষ অর্থনীতির দেশ জার্মানির ৭০ শতাংশ লোক প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল এমন তথ্য দিয়েছেন।

তিনি বলেন, এই মহামারী থেকে নিস্তার পেতে যা করার দরকার, আমরা সেটিই করব। বাজেটে যে অর্থ বরাদ্দ দিতে হয়, সেটাই দেওয়া হবে।

বিবিসি ও রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে।

ব্যাপক ঝুঁকির কথা স্বীকার করে মেরকেল বলেন, কীভাবে এই সংকট তৈরি হয়েছে, তা আমার জানা নেই। যখন এখানে এই ভাইরাস আসে, তখন তার প্রতিষেধক, টিকা কিংবা চিকিৎসাও আমাদের কাছে নেই। যে কারণে ৬০-৭০ শতাংশ লোক এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন।

বার্লিনে স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পানের সঙ্গে এক সংবাদ সম্মেলনে অ্যাঙ্গেলা মেরকেল এ ধারণা প্রকাশ করেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে জার্মান সরকারের পক্ষ থেকে এটিই মেরকেলের প্রথম সংবাদ সম্মেলন। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় ভাইরাস ছড়ানোর গতি কীভাবে কমানো যায়, সেদিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর