করোনা, সোনামসজিদ দিয়ে ভারত যাতায়াত বন্ধ

করোনা, সোনামসজিদ দিয়ে ভারত যাতায়াত বন্ধ

১৬ ভারতীয়সহ ৯১ জন কোয়ারেন্টাইনে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

করোনা আতঙ্কে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশিদের ভারত যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন, সোনামসজিদ ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক জাফর ইকবাল।

তিনি জানান, ভারতীয় ইমিগ্রেশন থেকে তাদের লিখিত চিঠি দেওয়া না হলেও মৌখিকভাবে জানানো হয়েছে যে নতুন করে কোনো বাংলাদেশিকে যেনো ভারত যেতে না দেওয়া হয়। করোনা প্রতিরোধের সতর্কতা হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া
হয়েছে।

তবে আগে ভারতে যাওয়া বাংলাদেশি এবং বাংলাদেশে আসা ভারতীয়দের জন্য ইমিগ্রেশনের কার্যক্রম চালু থাকবে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন জানিয়েছেন, গত তিনদিনে চাঁপাইনবাবগঞ্জে ১৬ জন ভারতীয় নাগরিকসহ ৯১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

হোম কোয়ারেন্টাইনে রাখা ৭৫ বাংলাদেশির বেশিরভাগই ভারত থেকে ফেরা। তবে কয়েকজন আছেন যারা সম্প্রতি ইতালি থেকে ফিরেছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)