ইরানে করোনায় এক দিনে মৃত্যু ১১৩

ইরানে করোনায় এক দিনে মৃত্যু ১১৩

অনলাইন ডেস্ক

চীন, ইতালির পর করোনা ভাইরাসের ভয়াবহ অবস্থা বিরাজ করছে ইরানে। গত চব্বিশ ঘণ্টায় দেশটিতে এ ভাইরাসে ১১৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭২৪ জনে দাঁড়িয়েছে।

আর ভাইরাসটিতে ১৩ হাজার ৯৩৮ জন আক্রান্ত হয়েছেন।

রোববার তেহরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলি রেজা ভাহাবজাদে এক টুইট বার্তায় এ নতুন পরিসংখ্যান জানান। খবর তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাকের।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে ইরান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্মকর্তারা জনসাধারণের উদ্দেশ্যে বলেছে, অপ্রয়োজনীয় ঘোরাফেরা বর্জন ও বাড়িতে অবস্থান করতে।

ভাইরাসটিতে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদ ও বিপ্লবী বাহিনীর কমান্ডারসহ অনেকেই মারা গেছেন।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফের এক উপদেষ্টা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুস জাহানপুর জানান, সাড়ে চার হাজারের বেশি মানুষ করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে ফিরেছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর