করোনা, যুক্তরাষ্ট্রের অন্টারিও প্রভিন্সে জরুরি অবস্থা

করোনা, যুক্তরাষ্ট্রের অন্টারিও প্রভিন্সে জরুরি অবস্থা

অনলাইন ডেস্ক

এবার করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্টারিও প্রভিন্সে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

এ ব্যাপারে অঙ্গরাজ্যের প্রিমিয়ার ডাগ ফোর্ড বলেন, জরুরি অবস্থার ঘোষণা মানে পুরো প্রভিন্স বন্ধ করে দেওয়া নয়। অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানই খোলা থাকবে।

সুপারমার্কেট, গ্রোসারী, ফার্মেসী কলকারখানায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা যাবে।

জানা যায়, জরুরি অবস্থা ঘোষণার ফলে প্রভিন্সের যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, স্থাপনা বন্ধ ঘোষণার ক্ষমতা পেলো প্রভিন্সিয়াল সরকার। এর আগে প্রয়োজনে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের জন্য সরকার কেবল সুপারিশ করতে পারতো।

জরুরি অবস্থায় ঘোষণা করে আগামী ৩০ মার্চ পর্যন্ত উপাসনালয়গুলোসহ যে কোনো স্থানে ৫০ জনের ঊর্ধ্বে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।

একই সাথে হোটেল, রেস্টুরেন্ট, বার বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রিমিয়ার ডাগ ফোর্ড বলেন, জরুরি অবস্থা ঘোষণার কারণে পণ্যসামগ্রী সরবরাহে কোনো বাধা তৈরি হবে না। তিনি নাগরিকদের আশ্বস্ত করে বলেন, পণ্য সামগ্রীর কোনো ঘাটতি নেই।

প্রিমিয়ার ডাগ ফোর্ড  প্রত্যেক অন্টারিয়ানকে একে অপরের পাশে দাড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, আমাদের অনেক বড় মন আছে, সারা পৃথিবীর মহৎ এবং ভালো লোকগুলো এই প্রভিন্সে বসবাস করে। আমরা সম্মিলিতভাবে এই কঠিন অবস্থা মোকাবেলা করব।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)