রাস্তায় নামলেই পুলিশকে বলতে হচ্ছে কারণ

রাস্তায় নামলেই পুলিশকে বলতে হচ্ছে কারণ

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাস মোকাবিলায় সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হলেও নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছেন অনেক মানুষ। তবে এই পরিস্থিতিতে মানুষকে ঘরে পাঠাতে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে রাজধানীর বিভিন্ন রাস্তায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে তারা। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হলে তাদের ফেরত পাঠানো হচ্ছে।

সেই সঙ্গে মাইকিং করে সবাইকে ঘরে থাকার অনুরোধও জানাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  

সামাজিক দূরত্ব বজায় রাখতে মোটরসাইকেলে একজনের বেশি আরোহী বহন করলেই নামিয়ে দেয়া হচ্ছে।

সায়েদাবাদ, যাত্রাবাড়ী, মালিবাগ, মতিঝিল, বাংলামটর, ফার্মগেট, মহাখালী, বনানী এলাকার প্রধান সড়কগুলোয় ঘন-ঘন চেকপোস্ট বসিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মোটরসাইকেল, প্রাইভেটকার কিংবা মাইক্রোবাস নিয়ে রাস্তায় নামলেই পুলিশকে কারণ বলতে হচ্ছে।

 

বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিলটন দত্ত বলেন, করোনা যেন মহামারি রূপ না নিতে পারে, সেই লক্ষ্যেই মানুষকে বিনা প্রয়োজনে রাস্তায় নামতে নিষেধ করা হয়েছে। কিন্তু মানুষ নিয়ম মানতে চায় না। তাদেরকে এ বিষয়ে সচেতন করা হচ্ছে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল