এবার গার্মেন্টকর্মী করোনায় আক্রান্ত

এবার গার্মেন্টকর্মী করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক

এবার করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন এক গার্মেন্টকর্মী। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের বনগাঁও গ্রামের

ওই শ্রমিক কয়েক দিন ধরেই জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনায় আক্রান্ত রোগী নিজ বাড়িতে আরো দুইদিন অবজারভেশন শেষে তাকে নগরীর এসকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তির করা হবে বলে জানান, ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।

ইউএনও আরও জানান, ইতিমধ্যেই উপজেলার আঠারবাড়ির ইউনিয়নটি লকডাউন ঘোষণা করা হয়েছে।  

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে রোববার ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে ৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এরমধ্যে ময়মনসিংহ জেলায় একজন নারী, জামালপুরে একজন এবং নেত্রকোনায় দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর