ফুলবাড়িয়ায় সেচের পানি নিয়ে সংঘর্ষ, বৃদ্ধ নিহত

ফুলবাড়িয়ায় সেচের পানি নিয়ে সংঘর্ষ, বৃদ্ধ নিহত

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা নামাপাড়া গ্রামের গভীর নলকূপের সেচের পানি নিয়ে দুপক্ষের সংঘর্ষে শহিদুল ইসলাম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফুলবাড়িয়া থানার ওসি ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করা হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কৃষক শহিদুল ইসলাম ও ইউপি সদস্য আলফাজের সাথে গভীর নলকূপের দখল ও সেচের পানি নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই শহিদুল ইসলাম নামের একজন নিহত হন।

এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। খবর
পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)