আর্থিক সংকটে পড়া শিল্পীদের বিশেষ ভাতা দেবে ভারত

আর্থিক সংকটে পড়া শিল্পীদের বিশেষ ভাতা দেবে ভারত

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাস মোকাবেলায় ভারতে লকডাউনের কারণে যেমন বন্ধ বিভিন্ন অফিস, ব্যবসায়ীক প্রতিষ্ঠান, তেমনই দীর্ঘদিন ধরে বন্ধ সাংস্কৃতিক চর্চা। নেই কোনো অনুষ্ঠান। ফলে আর্থিক সংকটে পড়েছেন সেই সব শিল্পী যাদের একমাত্র রোজগারের পথ নাচ-গান বা বাদ্যযন্ত্রের প্রশিক্ষণ দেওয়া।  

এবার তাদের কথা মাথায় রেখেই সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারতের কেন্দ্রীয় সরকার।

মঙ্গলবার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ পটেল প্রত্যেক জোনাল অফিসকে নির্দেশ দিয়েছেন, যে সব শিল্পীর নাম মন্ত্রণালয়ের তালিকায় রেজিস্টার্ড নেই অথচ লকডাউনের জন্যে ক্ষতির মুখে পড়েছেন, তাদেরও যথাযথ আর্থিক সাহায্য দিতে। মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

দেশটির সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাত্‍কারে প্রহ্লাদ পটেল জানিয়েছেন, ‘আমি মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রত্যেক জোনাল অফিসকে নির্দেশ দিয়েছি সারা দেশে যত শিল্পী আছেন এবং যাদের আর্থিক সংকট দেখা দিয়েছে লকডাউনের কারণে, তাদের প্রত্যেককে আর্থিক সাহায্য করতে। ’ 

ভারতজুড়ে মোট ৭টি জোনাল অফিস রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল