করোনায় আক্রান্ত সাংসদ আছেন ন্যাম ভবনের ফ্ল্যাটে

করোনায় আক্রান্ত সাংসদ আছেন ন্যাম ভবনের ফ্ল্যাটে

অনলাইন ডেস্ক

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় সংসদের এক সদস্য। তিনি নওগাঁ–২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার। বর্তমানে তিনি ঢাকায় তাঁর জন্য বরাদ্দ দেওয়া ন্যাম ভবনের ফ্ল্যাটে আছেন।

শহীদুজ্জামান আগের সংসদে হুইপের দায়িত্ব পালন করেছেন।

এবার একটি সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক সংসদ সদস্য বলেন, গত পরশু (বুধবার) শহীদুজ্জামান সরকার জ্বরে আক্রান্ত হন। এরপর তিনি করোনা সন্দেহে পরীক্ষা করান। আজই রিপোর্ট এসেছে।

সেখানে বলা হয়েছে, তিনি করোনা পজেটিভ।

জানা যায়, গত মঙ্গলবার তিনি তার নির্বাচনী এলাকা থেকে ঢাকায় আসেন। ন্যাম ভবনে তার নামে বরাদ্দ ফ্লাটে ওঠেন। এখানে অবস্থানকালে তার শরীরে জ্বর দেখা দেয়।

এসময় সরকারের রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে তার নমুনা সংগ্রহ করা হয়।

শুক্রবার বিকেলে আইইডিসিআর থেকে তাকে যে রিপোর্ট পাঠানো হয় তাতে তার কোভিড-১৯ পজিটিভ বলে জানানো হয়েছে।

শেরেবাংলা থানার ওসি জানে আলম মুনশী বলেন, আমরা কোনো লকডাউন করিনি। ওই জায়গা এমনি সেফ জোন। ওইখানে যারা বসবাস করেন, তারা বিষয়টি জানেন এবং সবাই নিজে নিজে আইসোলেশনে চলে গেছেন। পুলিশ বাইরে আছে এবং সহযোগিতা করছেন কার কী প্রয়োজন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর