এবার রোহিঙ্গা ক্যাম্পে করোনার হানা, আক্রান্ত ২

এবার রোহিঙ্গা ক্যাম্পে করোনার হানা, আক্রান্ত ২

অনলাইন ডেস্ক

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় দুই রোহিঙ্গাসহ আরও ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৯ জন, চকরিয়া উপজেলায় একজন এবং দু'জন রোহিঙ্গা শরণার্থী। প্রথমবারের মতো দুইজন রোহিঙ্গার করোনা ধরা পড়লো। এ নিয়ে কক্সবাজার জেলায় বৃহস্পতিবার পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৩২ জনে।

কক্সবাজার মেডিকেলে কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।

এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। তিনি রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের পূর্ব কাউয়ার খোপ গ্রামের মোহাম্মদ আবদুল্লাহর স্ত্রী। মোট ৩৩ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল