মোংলা বন্দরে অ্যলার্ট ৩

মোংলা বন্দরে অ্যলার্ট ৩

বাগেরহাট প্রতিনিধি

সুপার সাইক্লোন আম্পান ধেয়ে আসায় মোংলা কর্তৃপক্ষ অ্যালার্ট ৩ জারি করে বন্দরের জেটি ও বহির্নোঙরে সব ধরনের জাহাজে পন্য খালাস ও বোঝাই বন্ধ রেখেছে। বন্দরের জেটি ও বহির্নোঙরে অবস্থানরত সব জাহাজকে বন্দরের মূল পশুর চ্যানেল থেকে সরিয়ে নিরাপদে রাখা হয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার তৎপরতা চালাতে মোংলা বন্দর ফাঁকা জেটিতে নৌবাহিনী ও কোস্টগার্ডের ৮টি যুদ্ধ জাহাজ অবস্থান নিয়েছে। মোংলা বন্দও কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান জানান, ঘূর্ণিঝড় মোকাবেলার বিষয়ে বলেন, ৭ নম্বর বিপদ সংকেত জারির পর বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অ্যালার্ট ৩ জারি করে বন্দরের জেটি ও বহির্নোঙরে অবস্থানরত ১১টি বিদেশি জাহাজের পন্য খারাস ও বোঝাই কাজ বন্ধ রাখা হয়েছে। বন্দরের নিজস্ব নৌযানগুলো নিরাপদে রাখার পাশাপাশি পশুর চ্যানেলের সকল জাহাজকে বন্দরের মূল পশুর চ্যানেল থেকে সরিয়ে অন্যত্র নিরাপদে থাকার জন্য বলা হয়েছে। বন্দরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তি উদ্ধার তৎপরতা চালাতে বন্দর জেটিতে নৌবাহিনী ও কোস্টগার্ডের ৮টি যুদ্ধ জাহাজ অবস্থান নিয়েছে।

ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় মোংলা বন্দর কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর