করোনায় মৃতদের ৯৫ ভাগই জটিল রোগে আক্রান্ত

করোনায় মৃতদের ৯৫ ভাগই জটিল রোগে আক্রান্ত

যুক্তরাজ্য প্রতিনিধি

ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য অধিদপ্তর ও লন্ডন ইম্পেরিয়াল কলেজের এক গবেষণায় দেখা গেছে, আক্রান্ত ব্যক্তির দৈনন্দিন জীবনধারণের ওপর ভিত্তি করে করোনা ভিন্ন ভিন্নভাবে প্রভাব ফেলে।

এই গবেষণা প্রতিবেদনে স্থুলতা, লিঙ্গ জাতিভেগে করোনায় প্রাণহানির সম্ভাবনা খতিয়ে দেখা হয়েছে। গবেষকরা বলেন, করোনায় প্রাণহানি হওয়া তিনজনের মধ্যে একজনই ডায়াবেটিস, স্থুলতা ও অ-নিয়মিত শারীরিক ব্যয়াম সম্পর্কিত কারণে মারা গিয়েছেন।

সমীক্ষায় দেখা যায়, কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৯৫ শতাংশই পূর্বে কোনো না কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন।

এর মধ্যে ২৫ শতাংশ রোগী ডায়াবেটিস, ১৫ শতাংশের বেশি ডিমনেশিয়া, ১৫ শতাংশ সিওপিডি, ১০ শতাংশের বেশি কিডনী রোগ, ১০ শতাংশ হৃদরোগ ও ৫ শতাংশের বেশি অ্যাজমায় ভুগছিলেন।
গবেষণায় উঠে আসে, টাইপ-১ ও টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের করোনা সংক্রমণে মৃত্যুর সম্ভাবনা দুই থেকে তিন গুণ বেশি থাকে। একই সঙ্গে স্থুলতায় ভোগা রোগীদের ক্ষেত্রে এটি আরো মারাত্মক ঝুঁকি বহন করে। হৃদরোগের সমস্যার কারণে যারা ইতোমধ্যেই হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের করোনা সংক্রমণে মৃত্যুর সম্ভাবনা প্রায় চারগুণ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর