বাগেরহাটে আরো তিনজনের করোনা শনাক্ত

বাগেরহাটে আরো তিনজনের করোনা শনাক্ত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলায় নতুন করে আরো তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় ৪২জন করোনা আক্রান্তের মধ্যে দুজন মারা গেছেন। ৯ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।

অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন জানান, নতুন করে আক্রান্ত তিনজন গত ৫ জুন যশোর ও খুলনা মেডিকেল কলেজ
পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য নমুনা দেন। আজ আইইডিসিআর থেকে বাগেরহাট জেলা স্বাস্থ্য
বিভাগকে নতুন করে করোনা আক্রান্তের তথ্য জানানো হয়।

নতুন করোনা আক্রান্ত তিনজন হলেন, কচুয়া উপজেলার বিছট গ্রামের ধিরেন্দ্রনাথ সাহার ছেলে ঢাকায় কর্মরত প্রকৌশলী বিধান চন্দ্র সাহা (৫৫)।

তিনি খুলনার বাসায় চিকিৎসা নিচ্ছেন। ওই বাসাটি লকডাইন করা হয়েছে।

শরণখোলা উপজেলায় নতুন করে করোনা আক্রান্ত দুই নারী হচ্ছেন, উপজেলা সদরের আর.কে.ডি.এস
পাইলট বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাশিদা বেগম (৩৮), একই উপজেলার দক্ষিণ তাফালবাড়ি গ্রামের মৃত আ. ছত্তার সরদারের স্ত্রী সাজেদা বেগম (৮০)। আক্রান্তদের উত্তর কদমতলা ও দক্ষিণ তাফালবাড়ি গ্রামে তাদের দুটি বাড়ি লকডাউন করা হয়েছে। বাড়ীতে রেখেই তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। শরণখোলায় এ পর্যন্ত চার নারীসহ ১০জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর