খুলনায় পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন

খুলনায় পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন করেছে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ। সোমবার (২০ জুলাই) খুলনার পিকচার প্যালেস মোড়ে এ কর্মসূচি পালিত হয়। এতে পাটকল শ্রমিকদের পাশাপাশি খুলনা সচেতন নাগরিক, বাম রাজনৈতিক সংগঠন, শ্রমিক সংগঠনরাও অংশ নেয়। এতে সভাপতিত্ব করেন পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহবায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা।

এসময় বক্তারা রাষ্ট্রায়ত্ত মিলগুলো বিরাষ্ট্রীয়করণের সিদ্ধান্ত বাতিল করে রাষ্ট্রের হাতে রাখা, স্কপের প্রস্তাবনা বাস্তবায়ন, দুর্নীতি লুটপাট বন্ধ করে পাট শিল্পকে আধুনিকায়ন, পাটকল লোকসানের কারণ চিহ্নিত করে সমাধান, বিজেএমসির ব্যবস্থাপনা কাঠামো পরিবর্তনের দাবি জানান।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ