রিজেন্ট হাসপাতালের এমডি মিজানুর রহমান গ্রেপ্তার

রিজেন্ট হাসপাতালের এমডি মিজানুর রহমান গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।   মেট্রোরেলের শ্রমিকদের ভুয়া করোনা নেগেটিভ সনদ দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার দিবাগত রাতে গোপালগঞ্জের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিজানুরকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে জানিয়েছেন তপন চন্দ্র সাহা।

উল্লেখ্য, মেট্রোরেল প্রকল্পে কর্মরত ৭৬ জন কর্মীকে ভুয়া করোনা সনদ দেওয়ার অভিযোগে গত সোমবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ করিমসহ হাসপাতালের কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা হয়। মেট্রোরেলের একটি সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানের পক্ষে রেজাউল করীম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ