কৃষ্ণসাগরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমানকে বাধা দিল রাশিয়ার এসইউ-২৭

কৃষ্ণসাগরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমানকে বাধা দিল রাশিয়ার এসইউ-২৭

অনলাইন ডেস্ক

কৃষ্ণ সাগরের আকাশে আমেরিকার আরো একটি গোয়েন্দা বিমানকে বাধা দিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহের কম সময়ের মধ্যে এ নিয়ে তিন দফা মার্কিন গোয়েন্দা বিমানকে কৃষ্ণসাগরের আকাশের বাধা দেওয়া হলো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলের সীমান্ত থেকে মার্কিন গোয়েন্দা বিমান সনাক্ত করার পর সেটিকে বাধা দেওয়ার জন্য একটি এসইউ-২৭ যুদ্ধবিমান পাঠানো হয়।

রুশ মন্ত্রণালয় বলছে, আমেরিকা পি-৮ পজিডোন বিমান পাঠিয়েছিল তবে রুশ বিমানের বাধার মুখে সেটি তার গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, দেশের সীমান্ত লঙ্ঘনের কোন সুযোগ শত্রুপক্ষকে দেওয়া হবে না।

এর আগে গত বৃহস্পতি ও শুক্রবার আমেরিকার গোয়েন্দা বিমান রাশিয়ার আকাশে ঢোকার চেষ্টা করলে তাদেরকে বাধা দেওয়া হয়।

আমেরিকার বোমারু ও গোয়েন্দা বিমান প্রায়ই রাশিয়ার সীমান্তের কাছে শনাক্ত করা হয়ে থাকে। রাশিয়া এসব ঘটনাকে উসকানিমূলক বলে মনে করে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর