‘মানুষ গরু-ছাগল নয়, তারা স্বাধীনভাবে চিন্তা করে তা লিখে ও বলতে চায়’

‘মানুষ গরু-ছাগল নয়, তারা স্বাধীনভাবে চিন্তা করে তা লিখে ও বলতে চায়’

অনলাইন ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ নেতাদের মতো ‘সেকেন্ড হোম নীতি’ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছিল না। জিয়াউর রহমান উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি করেছেন বলে জানান তিনি।

বুধবার সকালে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর আড়িয়াল খাঁ বিলে মৎস্যজীবী দল মুন্সীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মৎস্য অবমুক্তকরণ অনুষ্ঠানে বিএনপি এ মুখপাত্র আরও বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। তিনি ক্ষমতায় এসে আওয়ামী লীগের আমলে বন্ধ করে দেওয়া পত্রিকাগুলো চালু করে দিয়েছিলেন।

‌‘বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা এবং চিন্তার স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান। ’

রিজভী আরও বলেন, ‘জিয়াউর রহমানের আরও একটি কাজ ছিল– উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি। দু-একটা ফ্লাইওভার করে আওয়ামী লীগের নেতারা পকেট ভারী করে কানাডায় বাড়ি বাড়াবেন, সেকেন্ড হোম করবেন মালয়েশিয়ায়– এটি জিয়াউর রহমানের নীতি ছিল না। ’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘এ দেশের মানুষ গরু-ছাগল নয়, তারা মানুষ।

মানুষ চিন্তা করে, মানুষ স্বাধীনভাবে চিন্তা করে, যা সে সেটা লিখে বা বলতে চায়। কিন্তু শেখ হাসিনা মনে করেন, মানুষ বন্দি থাকলে আমার বিরুদ্ধে কোনো কথা বলবে না। ’

‘তিনি দিনের ভোট রাতে করেন। জনপ্রতিনিধি কে হবে সেটি আগেই ঠিক করে রাখেন। নির্বাচনের নামে সেটি ঘোষণা দেয় মাত্র। প্রকৃত ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে না’ যোগ করেন বিএনপির এ নেতা।

তিনি বলেন, ‘বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন করছে। এটি বর্তমান সরকার কেড়ে নিয়েছে। আজকে যদি আপনারা মতপ্রকাশের জন্য ফেসবুকে কিছু লেখেন– দিনে ও রাতে যে কোনো সময় সাদা পোশাকধারীরা আপনাকে তুলে নিয়ে যাবে। আজকে ভোটের অধিকার নেই। আজকে কথা বলার অধিকার নেই। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর