অস্ত্র মামলায় সাহেদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

অস্ত্র মামলায় সাহেদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

অনলাইন ডেস্ক

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগপত্র দাখিল করেছে ডিবি পুলিশ।

আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. শায়রুল।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. জালাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আজ দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন বলেন, ‘এরমধ্যে আমরা রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদের বিরুদ্ধে দায়ের হওয়া অস্ত্র মামলায় তদন্ত শেষ করেছি।

আজই ওই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে। ’

গত ২২ জুলাই এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, সাহেদের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা-১১ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের ৬২ নম্বর বাসা থেকে ব্যক্তিগত গাড়ি ও অবৈধ অস্ত্র জব্দ করা হয়।

এ ছাড়া গত ১৮ জুলাই দিবাগত রাতে উত্তরার ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ রোডের ৬২ নম্বর বাসার সামনে অভিযান চালায় ডিবি। অভিযান পরিচালনা করে মো. সাহেদের ব্যক্তিগত নম্বরবিহীন গাড়ি, ১০ বোতল ফেনসিডিল এবং পাঁচ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল