কার্ড আছে, তবুও ঈদে মেলেনি চাল

কুড়িগ্রাম প্রতিনিধি

ভিজিএফ কার্ড থাকলেও কুড়িগ্রামের নাগেশ্বরীতে কুরবানীর ঈদ উপলক্ষ্যে চাল পাননি অনেক দরিদ্র ও বন্যার্ত মানুষ। সামান্য খাবারের আশায় কার্ড নিয়ে চেয়ারম্যানের বাড়ি আর ইউনিয়ন পরিষদে ঘুরে হতাশ তারা। অনেকে ১০ কেজি চালের পরিবর্তে পেয়েছেন ৩ কেজি। এসব নিয়ে প্রতিবাদ করলে লাঞ্চিত হওয়ার অভিযোগও রয়েছে।

করোনায় কর্মহীন দারিদ্র পীড়িত কুড়িগ্রামের মানুষ প্রায় দুমাস কাটিয়েছেন পানিবন্দী হয়ে। অনেক অবস্থাপন্ন পরিবারেরও এই সময়টা বেশ কষ্টে কেটেছে। এই অবস্থায় সরকারের সামান্য সাহায্যের দিকেই তাকিয়ে ছিলেন দুঃস্থ আর অসহায় নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ি ইউনিয়নের মানুষ। ঈদের আগেই এরা ভিজিএফ কার্ড পেয়েছেন।

কার্ডধারীদের চাল না দেওয়ার বিষয়ে ইউএনওকে অবহিত করেছেন ইউপি মেম্বার। তবে কাজ হয়নি। অনিয়মের ব্যাপারে ক্ষোভ রয়েছে ইউনিয়ন পরিষদের সচিবেরও।

বেরুবাড়ি ইউপির চেয়ারম্যান অবশ্য এই ঘটনাকে প্রতিপক্ষের ষড়যন্ত্র বলে দাবি করেছেন।

ইউপি মেম্বার অভিযোগ জানালেও ইউএনও বলছেন, তদন্ত হবে ভুক্তভোগিদের অভিযোগের পর।

বেরুবাড়ি ইউনিয়নে ৫ হাজার ৫১২ জন দুঃস্থ মানুষের জন্য সরকারি বরাদ্দ দেওয়া হয় ৫৫ দশমিক ১২ মেট্রিক টন চাল।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর