সুখবর নিয়ে ফিরলেন জাপানে যাওয়া বাংলাদেশি কর্মীরা

সুখবর নিয়ে ফিরলেন জাপানে যাওয়া বাংলাদেশি কর্মীরা

লাকমিনা জেসিমন সোমা, নিজস্ব প্রতিবেদক

করোনার মধ্যেও সুখবর নিয়ে ফিরলেন জাপানে সম্পূর্ণ বিনা খরচে কাজ করতে যাওয়া বাংলাদেশি কর্মীরা। জাপান সরকারের সাথে চুক্তি অনুযায়ী মাসিক দেড় লাখ টাকা বেতন ছাড়াও দেশে ফিরে প্রায় পাঁচ লাখ টাকার চেক পেলেন তারা। রোববার তাদের হাতে চেক তুলে দেন প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ এমপি।

এসময় মন্ত্রী জানান, করোনার মধ্যে গত ৫ মাসে প্রায় ৭০ হাজারের উপরে কর্মী দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন।

 

করোনার শুরু থেকেই বৈদেশিক শ্রমবাজারে ধ্বস। নেই কোনো সুখবর। এর মধ্যেই হঠাৎ অন্যরকম অভিজ্ঞতা নিয়ে জাপান থেকে ফিরলেন প্রথম ব্যাচের ইন্টার্ন কর্মীরা। যারা বিনা খরচে জাপান গিয়ে মাসিক দেড় লাখ টাকা বেতন ছাড়াও এককালীন প্রায় ৫ লাখ টাকার চেক পেলেন।

রোববার নিজ কার্যালয়ে ফেরত আসাদের হাতে চেক তুলে দেন প্রবাসীকল্যাণ মন্ত্রী।

এসময় তিনি জানান, গেল পাঁচ মাসে করোনার কারণে ৭০ হাজারের উপরে কর্মী দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন।

ইন্টার্ন শেষে জাপান থেকে ফেরত আসার কর্মীদের এবার দশের কাজে লাগানোর পরিকল্পনা করছে সরকার, জানান প্রবাসীকল্যাণ সচিব।

বাংলাদেশ-জাপান চুক্তির আওতায় বিনা অভিবাসন ব্যয়ে প্রথম ধাপে ১৪৪ জনবাংলাদেশি কর্মী জাপান যান।       

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর