জেনে রাখুন লাসা সম্পর্কে: দু'মাসেই ৭২ জনের মৃত্যু

জেনে রাখুন লাসা সম্পর্কে: দু'মাসেই ৭২ জনের মৃত্যু

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বছরের শুরুতেই মহামারি আকার ধারণ করেছে লাসা নামক ভাইরাস জ্বর। নাইজেরিয়ার বৃহত্তর শহর লাগোসে গেল দুই মাসে ৭২ জন মারা গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এতে আক্রান্ত হয়েছে আরও ৩১৭ জন। এছাড়া ধারণা করা হচ্ছে, আরও ৭৬৪ জন ভয়াবহ এই সংক্রামক জ্বরে ভুগছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, দেশটিতে এই জ্বর আক্রান্ত দুই হাজার ৮৪৫ জনকে চিহ্নিত করা হয়েছে। এছাড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে আরো ২৮৩৪ জন মানুষকে। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে শতকরা একজন মারা যাচ্ছে। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৫ শতাংশই এই জ্বরে আক্রান্ত।

এদিকে, হাসপাতালে এসব রোগীর চিকিৎসা করতে গিয়ে ১৪ স্বাস্থ্যকর্মীও এই জ্বরে আক্রান্ত হন। যার মধ্যে চারজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে ,লাসা জ্বরে এই পর্যন্ত ২২ শতাংশ রোগী মারা গেছে বলে জানিয়েছে নাইজেরিয়ার প্রধান রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র। নতুন বছরের শুরু অর্থাৎ জানুয়ারি মাস থেকে এই রোগটি পশ্চিম আফ্রিকান দেশটির ১৮টি রাজ্যে ছড়িয়ে পড়েছে।  

উল্লেখ্য, লাসা জ্বর সংক্রামিত চর্বি, ইঁদুরের প্রস্রাব ও মল দ্বারা দূষিত খাদ্য এবং ইঁদুরেরে স্পর্শ করা খাবার থেকে হয়ে থাকে। এই রোগের লক্ষণ হচ্ছে প্রচণ্ড জ্বর। এছাড়া শরীরের বিভিন্ন অংশে রক্তক্ষরণ এবং চোখ ও নাকেও সংক্রমণ হতে পারে।

লাসা জ্বরটি পশ্চিম আফ্রিকা বিশেষ করে নাইজেরিয়াতেই বেশি দেখা যায়। সেখানে এ রোগটি প্রথম দেখা দিয়েছিল ১৯৬৯ সালে।

সূত্র: সিএনএন
 

সম্পর্কিত খবর