নেই করোনা ভীতি; টাঙ্গুয়ার হাওরে মানুষের ঢল

নেই করোনা ভীতি; টাঙ্গুয়ার হাওরে মানুষের ঢল

মো, বুরহান উদ্দিন, সুনামগঞ্জ

দীর্ঘ প্রায় ৫ মাসের নিরবতা ভেঙ্গে রবিবার থেকে খুলেছে সুনামগঞ্জের পর্যটনের দুয়ার। ভ্রমন নিষেধাজ্ঞা উঠার পর থেকেই পর্যটকদের ঢল নেমেছে দেশের সবচেয়ে বড় জলাভুমি টাঙ্গুর হাওর, নিলাদ্রী লেক, বারেকের টিলা ও জাদুকাটাসহ জেলার সব পর্যটন কেন্দ্রগুলোতে। করোনা সংক্রমণের ভীতি ভুলে হাওরের উচ্ছাসে মাতোয়ারা পর্যটকরা।

news24bd.tvদেশের উত্তর-পূর্ব প্রান্তের জীববৈচিত্র্যসমৃদ্ধ সবচেয়ে বড় জলাভূমি টাঙ্গুয়ার হাওর।

জল, জ্যোৎস্না আর ভারতের মেঘালয় পাহাড়ের সৌন্দর্য একসঙ্গে দেখা যায় এখানে।

ছয়কুড়ি বিল, নয়কুড়ি কান্দার সমন্বয়ের এ হাওর দৈর্ঘ্যে ১১ ও প্রস্থে ৭ কিলোমিটার। শীত, গ্রীষ্ম ও বর্ষা একেক ঋতুতে একেক রূপ ধারণ করে এই হাওর।

গত ১৯ মার্চ থেকে টাঙ্গুয়ার হাওয়ে পর্যটকদের ভ্রমন নিষেধাজ্ঞা থাকায় প্রকৃতি ফিরেছে আপন রূপে।

তাইতো নিষেধাজ্ঞা তুলে দেয়ার পর থেকেই হাওরে প্রকৃতি প্রেমীদের ঢল।

তবে, টাঙ্গুয়ার হাওরে ঘুরাঘুরিতে কোন নিষেধাঙ্গা না থাকলেও রাত্রীযাপনের সুবিধা পাচ্ছেন না পর্যটকরা।

ভ্রমন নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় কর্মচাঞ্চল্য ফিরেছে নিলাদ্রী লেক, বারেকের টিলা ও জাদুকাটাসহ সুনামগঞ্জের অন্যান্য পর্যটন কেন্দ্রেও।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ

সম্পর্কিত খবর