ভূয়াপুরে হত্যার দায়ে স্বামী ও শ্বশুরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত

ভূয়াপুরে হত্যার দায়ে স্বামী ও শ্বশুরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত

আতিকুর রহমান, টাঙ্গাইল

টাঙ্গাইলের ভূঞাপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী ও শ্বশুরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে এক লাখ টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে। এ রায় দেন টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক খালেদা ইয়াসমিন।

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের স্পেশাল পিপি নাসিমুল আক্তার নাসিম জানান, বিয়ের পর থেকে যৌতুকের টাকা দাবি করে তাসলিমার উপর নির্যাতন করতো স্বামী জহিরুল ইসলাম।

পরে ২০১৬ সালে নভেম্বরে তাকে হত্যা করে লাশ যমুনা নদীতে ভাসিয়ে দেয়। তিনদিন পর তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা বাদি হয়ে ওই বছরের ১ লা ডিসেম্বর থানায় মামলা দায়ের করেন।    আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় জহিরুল ইসলাম ও মজনু মিয়া।
দীর্ঘ শুনানি শেষে আজ এই রায় দেন আদালত।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ