জাপানের নতুন নেতৃত্বের নির্বাচন ১৪ সেপ্টেম্বর

জাপানের নতুন নেতৃত্বের নির্বাচন ১৪ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের পদত্যাগের পর নতুন নেতৃত্ব নির্বাচনে ১৪ সেপ্টেম্বর ভোটের পরিকল্পনায় সম্মত হয়েছে ক্ষমতাসীন লিবারাল ডেমোক্রেটিক পার্টি –এলডিপি।

মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করে দলটি। পার্টির নতুন প্রধানই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। এই পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য রয়েছেন সম্ভাব্য ৪ প্রার্থী।

তাদের মধ্যে জাপানের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির বর্তমান সরকারের চিফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগার নামই শোনা যাচ্ছে বেশি।

এরইমধ্যে এ পদের জন্য ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির একটি বড় অংশের সমর্থনও পেয়েছেন তিনি। অসুস্থতার কারণ দেখিয়ে গত শুক্রবার জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন শিনজো আবে। আবের সরে দাঁড়ানোয় তার দল এলডিপি প্রধান এবং জাপানের প্রধানমন্ত্রী উভয় পদই শূণ্য হয়ে যায়।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল