এক ঋণের টাকা দিয়ে অন্য ঋণ শোধ নয়

এক ঋণের টাকা দিয়ে অন্য ঋণ শোধ নয়

নিজস্ব প্রতিবেদক

এক ঋণের টাকা দিয়ে কোনোভাবেই অন্য কোনও ঋণের দায় পরিশোধ বা সমন্বয় করা যাবে না। বুধবার কেন্দ্রীয় ব্যাংক এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংক থেকে ঋণ নিয়ে অনেকেই আগের ঋণ পরিশোধ করছে। এতে করে এক গ্রাহকই বারবার ঋণ নিচ্ছেন।

বঞ্চিত হচ্ছেন নতুন উদ্যোক্তারা। ফলে ঋণ বিতরণে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা, বাড়ছে অনিয়ম-দুর্নীতি। এজন্য ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষায় বিষয়টি গুরুত্ব সহকারে পরিবীক্ষণ করার জন্যও ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের এই সার্কুলারে। যা খুব দ্রুত কার্যকর হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর