আইসিইউ থেকে এইচডিইউতে ইউএনও ওয়াহিদা

মৌ খন্দকার

৭২ ঘণ্টা পর্যবেক্ষণ শেষে দিনাজপুরের ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো হওয়ায় তাকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনায় পাঁচ দিন পার হলেও এখনো তদন্ত শুরু করতে পারেনি বিভাগীয় তদন্ত কমিটি। তবে রিমান্ডে আসামিরা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী সূত্র।

হামলার শিকার দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের অবস্থার আরো উন্নতি হয়েছে।

ঢাকার জাতীয় নিউরোসায়েন্স ইন্সটিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ইউএনও-র অবস্থা পর্যবেক্ষণ করেছেন মেডিকেল বোর্ডের সদস্যরা।

৭২ ঘণ্টা পর্যবেক্ষণ শেষে সোমবার দুপুরে চিকিৎসক অধ্যাপক জাহেদ হোসেন জানান, অবস্থার উন্নতি হওয়ায় ওয়াহিদাকে আইসিইউ থেকে এইচডিইউ তে স্থানান্তর করা হয়েছে।

তবে আঘাতের ফলে ডানপাশ এখনো অবশ অবস্থায়। এজন্য ওয়াহিদা খানমকে নিয়মিতভাবে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে।


আরও পড়ুন: 

এরশাদের কবরে চুমু দিলেন এরিক, জেয়ারতে কাঁদলেন বিদিশা


এদিকে রিমান্ডে থাকা আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সূত্র।  

হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরও কয়েকজনকে আটক করা হয়েছে। তবে ঘটনায় পাঁচ দিন পার হলেও এখনো তদন্ত শুরু করতে পারেনি বিভাগীয় তদন্ত কমিটি।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর