ঝিনাইদহে বিবস্ত্র অবস্থায় হিজড়ার ঝুলন্ত লাশ উদ্ধার

ঝিনাইদহে বিবস্ত্র অবস্থায় হিজড়ার ঝুলন্ত লাশ উদ্ধার

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ:

ঝিনাইদহে বিবস্ত্র অবস্থায় কারিশমা (৩৫) নামে এক হিজড়া (তৃতীয় লিঙ্গ) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে শহরতলির উদয়পুর গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে। সে সদর উপজেলার কাশিমপুর গ্রামের সুলতানুল আলম মাস্টারের মেয়ে।  

পরিবার ও প্রতিবেশী সূত্রে জানা গেছে, ১০ বছর আগে কারিশমা উদয়পুর গ্রামে জমি কিনে বাড়ি করে একা বসবাস করে আসছিল।

বেশকিছুদিন ধরে কারিশমা তার বাড়িসহ জমি বিক্রি করার জন্য উদয়পুর গ্রামের বিভিন্ন ব্যক্তির কাছে জানাতে থাকে।  

সম্প্রতি শহরের টার্মিনালপাড়ার কামরুল ইসলামের স্ত্রী জেসমিন সুলতানা কাজলের কাছে ৫০ হাজার টাকা বায়নানামা করেন।  

হঠাৎ মঙ্গলবার সন্ধ্যা রাতে কারিশমা মোবাইল ফোনে জেসমিন সুলতানা কাজলকে তার বাড়িতে আসার জন্য বলেন। এরই প্রেক্ষিতে আজ বুধবার সকাল ১০টার দিকে বাড়িতে যান কাজল।

 

বাড়িতে গিয়ে দেখতে পান গলায় ওড়না পেচানো লাশ ফ্যানের সাথে ঝুলে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তার বিবস্ত্র অবস্থায় তার লাশ উদ্ধার এবং পাশ থেকে বেশকিছু কনডোম ও প্যাকেট উদ্ধার করে।

নিহতের ভাই নুরুন্নবী ওরফে নুরু জানান, জমি বাড়ি বিক্রির করাকে কেন্দ্র করে বোন কারিশমা পরিকল্পিতভাবে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।   

ঝিনাইদহ সদর থানার এসআই কামাল হোসেন জানান, ময়নাতদন্ত ছাড়া নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব হচ্ছে না।  

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল