কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একেএম মাহবুবুল হক (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাহবুবুল হকের বাড়ি কুমিল্লার লাঙলকোর্ট উপজেলার উত্তর হরিপুর গ্রামে।

কামরাঙ্গীরচরের আশরাফাবাদ ২০১/এ নম্বর বাসায় সপরিবারে থাকতেন তিনি।


আরও পড়ুন: অস্থির দেশের পেঁয়াজের বাজার


মাহবুবুল হকের ছেলে ইভানুল হক জানান, তারা কামরাঙ্গীরচরের ওই তিন তলা বাসার তৃতীয় তলায় থাকেন। সকালে তার বাবা পানি গরম করার মেশিনের (গিজার) বিদ্যুতের লাইন মেরামত করতে যান। সেখানে লিকেজ থেকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম