রাশিয়া-চীন-ইরান-পাকিস্তানের অংশগ্রহণে বিশাল মহড়া

রাশিয়া-চীন-ইরান-পাকিস্তানের অংশগ্রহণে বিশাল মহড়া

অনলাইন ডেস্ক

আজ (সোমবার) থেকে ‘ককেশাস-২০২০’ যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে। কৃষ্ণ সাগর, কাস্পিয়ান সাগর ও রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সামরিক অঞ্চলে এ মহড়া চলছে। শেষ হবে আগামী ২৬ সেপ্টেম্বর।

রাশিয়ার আয়োজনে চলমান এ মহড়ায় ইরান, চীন, পাকিস্তান, আর্মেনিয়া, বেলারুশ ও মিয়ানমারের সেনারাও অংশ নিচ্ছে।

‘ককেশাস-২০২০’ মহড়ায় সশস্ত্র বাহিনীর ৮০ হাজার সদস্য অংশ নেবে বলে এর আগে জানিয়েছে রাশিয়া।

আরও পড়ুন: ভিপি নূর বললেন, লালবাগ থানায় নাকি লালবাগ কেল্লায় মামলা আমি জানি না

এতে আড়াইশ‘ ট্যাংক, সাড়ে চারশ’ সাজোয়া যান এবং দুইশটি আর্টিলারি ও মিসাইল সিস্টেম অংশ নেবে।

কাস্পিয়ান সাগর ও কৃষ্ণ সাগরে রুশ নৌবহরের সঙ্গে মহড়ায় যোগ দেবে ইরানের বিভিন্ন যুদ্ধযান। প্রায় ৬০টি রুশ সামরিক পরিবহন বিমানের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যাবে।

আরও পড়ুন: সামরিক হামলা হলে ইরান ভূমিকম্প ঘটিয়ে ছাড়বে: মার্কিন বিশ্লেষক

রুশ সামরিক বাহিনী জানিয়েছে, এবারের মহড়ায় ব্যাপকভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হবে। ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

news24bd.tvতৌহিদ

সম্পর্কিত খবর