চলাচল অনুপযোগী যশোর-খুলনা মহাসড়ক

চলাচল অনুপযোগী যশোর-খুলনা মহাসড়ক

রিপন হোসেন, যশোর

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল দশা যশোর-খুলনা মহাসড়কের। কার্পেট ও বিটুমিন উঠে গিয়ে সড়কটির বিলাশ অংশজুড়ে খানা-খন্দের সৃষ্টি হয়েছে।

সড়কের বেহাল দশার কারণে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ।

তবে, দ্রুতই সড়কটির সংস্কার কাজ শুরু করার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

news24bd.tv

পায়ে হাটাই যেখানে কষ্টকর। সেখানে বাস, ট্রাক, রিক্সা-ভ্যান চলছে হেলেধুলে। কোথাও উঁচু কোথাও নিচু আবারো কোথাও খানাখন্দের ভরা।

ব্যস্ততম যশোর-খুলনা মহাসড়কের বিশাল অংশজুড়ে দেখা মিলবে এমন দৃশ্যের। সবচেয়ে বেশি নাজুক অবস্থা মনিহার, ফল পট্রি ও  বকরচর এলাকায়।


আরও পড়ুন: তিস্তার আগ্রাসী ভাঙনে দিশেহারা রংপুর ও লালমনিরহাট বাসী


সংস্কারের অভাবে সড়কটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। নষ্ট হচ্ছে যানবাহনের মূল্যবান যন্ত্রপাতি। সৃষ্টি হয় তীব্র যানজটের।

news24bd.tv

সড়কটি সংস্কার কাজ এখনো অনুমোদন পর্যায়ের রয়েছে বলে জানালেন সড়ক ও জনপথ বিভাগ।

এ মহাসড়ক দিয়ে রাজধানীর দুরপাল্লার ৩২ টি রুটে যানবাহন চলাচল করে। শুধু আশ্বাস নয় দ্রুত সড়কটি সংস্কারের দাবি ভুকভোগীদের।

news24bd.tv সুরুজ আহমেদ