সৌদির খেজুর চাষ হচ্ছে বরিশালে

সৌদির খেজুর চাষ হচ্ছে বরিশালে

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের সেরা ৩ জাতের খেজুর উৎপাদন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের উজিরপুরের প্রবাসী আল-মামুন। ২০১৫ সালে খেজুরের  বাগান করলেও ৫ বছরেরই তার গাছে ফল  ধরেছে।  

প্রতিদিনই তার বাগানের খেজুর দেখতে দুর দুরান্ত থেকে আসছেন অনেকে। বাগানের দশ গাছে ফল আসলে বছরে অন্তত ১০ লাখ টাকার খেজুর বিক্রী হবে এমন আশা মামুনের।

news24bd.tv

বরিশালের উজিরপুরে ধামসর গ্রামের মামুন হাওলাদার। দীর্ঘ ১৭ বছর সৌদি আরবে থাকার পর নিজ গ্রামে ফিরে ২০১৫ সালে ৩০ শতাংশ জমিতে  খেজুর বাগান গড়ে তোলেন তিনি। ৫ বছরেই গাছে  ফল ধরেছে।

news24bd.tv

মামুন জানান, বর্তমানে তিনি আরও ৪০ শতাংশ জমিতে খেজুর গাছ লাগিয়েছেন।

এরই মধ্যে বেশ কিছু চারা গাছও বিক্রী করেছে। বাগানের সব গাছে ফল আসলে বছরে অন্তত ১০ লাখ টাকার খেজুর বিক্রী করতে পারবে বলেও জানান তিনি।


আরও পড়ুন: সমন্বিত কৃষি খামার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন হাসনা হেনা


মামুনের খেজুর বাগান দেখতে প্রতিদিনই দুর-দুরান্ত থেকে আসছেন অনেকে।

দক্ষিণাঞ্চলের মাটি ও আবহাওয়া  সৌদি খেজুর চাষে উপযোগী। এ অঞ্চলে কেউ খেজুর বাগান করতে চাইলৈ তাদেরকে সব ধরনের সহায়তা করা হবে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তাওফিকুল আলম।

সৌদি খেজুর ছাড়াও পাকিস্তানী, চায়না মাল্টা ও কমলার বাগানও করছেন কৃষি উদ্যোক্তা আল মামুন।

news24bd.tv সুরুজ আহমেদ

এই রকম আরও টপিক