রাজশাহীতে পাম চাষে সাফল্যের হাতছানি

রাজশাহীতে পাম চাষে সাফল্যের হাতছানি

কাজী শাহেদ, রাজশাহী

রাজশাহীতে পরীক্ষামূলক পাম চাষে মিলেছে সাফল্যের হাতছানি। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে বাণিজ্যিক পাম চাষ। পতিত ও অনাবাদি জমি পাম চাষের আওতায় আনার সুপারিশ করেছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের গবেষকরা।

news24bd.tv

গবেষণা ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৬-১৭ অর্থবছরে রাজশাহীতে বিসিএসআইআর গবেষণা কেন্দ্র পাম চাষ শুরু করে।

দেশে পাম গাছের প্রজনন, বৃদ্ধি, উৎপাদন এবং ফলের পুষ্টিগুণ সম্পর্কে জানতেই এ গবেষণা প্রকল্প।

news24bd.tv

তিন বছরের মধ্যেই ফল এসেছে ৩ একর জমিতে রোপণ করা পাম গাছে। বিসিএসআইআর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মইনুউদ্দিন বলছেন, পুরোদমে উৎপাদনে আসতে আরও বছরদুয়েক সময় লাগবে। তবে এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্পের মেয়াদ।


আরও পড়ুন: এখনো অস্থির চালের বাজার


তিনি আরো জানান, বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু পাম গাছের জন্য উপযোগী। সঠিকভাবে চাষাবাদ, উৎপাদন ও প্রক্রিয়াকরণের মাধ্যমে দেশে ভোজ্য তেলের স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব।

সম্ভাবনাময় পাম চাষ গবেষণায় সফলতায় আশাবাদী রাজশাহী বিসিএসআইআরের পরিচালক ড. মো. ইব্রাহিম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে এ চাষ ছড়িয়ে দিতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ তার।

news24bd.tv সুরুজ আহমেদ

এই রকম আরও টপিক